অনূর্ধ্ব-১৮ চুয়াডাঙ্গা ভেন্যুর খেলায় কুষ্টিয়া জেলাদলের জয়লাভ

 

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৮ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর গতকালের খেলায়  কুষ্টিয়া জেলা ১০ রানে  ঝিনাইদহ জেলাকে পরাজিত করেছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া জেলাদল  প্রথমে ব্যাটিং করে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে ঝিনাইদহ জেলাদল ১৬৯ রানে অলআউট হয়। ফলে কুষ্টিয়া জেলাদল ১০ রানে জয়লাভ করে। আজ  একই মাঠে মেহেরপুর জেলাদল মুখোমুখি হবে নড়াইল জেলার বিপক্ষে।

 

Leave a comment