আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খেজুরতলা গ্রামের আদম ব্যাপারী তোতা সর্দ্দারের লাশ ঢাকার খিলগাঁ’র ভাড়া বাসাবাড়ির রুমের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তার লাশ গ্রামের বাড়ি পৌঁছায়। ধারনা করা হচ্ছে রাতে বেডেই স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
এলাকাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের একমাত্র ছেলে তোতা সরদার (৪২) আদম ব্যবসার সাথে জড়িত। আদম ব্যবসায় আর্থিক সাফল্যের সাথে সাথে ২ সন্তানের জনক তোতা সরদার ঢাকাতে বাসাভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি ঢাকা শহরের খিলগাঁ’র রেলগেটের নিকটবর্তী স্থানে বাসাভাড়া নিয়ে থাকতেন। গত বুধবার রাতে তিনি বাসায় ফিরেন। সকালে তাকে অনেকেই ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। শেষে পুলিশ ডেকে দরজা ভেঙে তার রুমের ভেতর প্রবেশ করে বেড থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে– রাতে বেডেই স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তার লাশ গ্রামের বাড়ি পৌঁছায়। রাতেই জানাজা শেষে লাশ গ্রামের গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।