মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগরে ভৈরব নদে গোসল করতে নেমে রাবিয়া খাতুন (৫৮) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। এক কন্যা সন্তানের জননী নিখোঁজ রাবিয়া খাতুন চকশ্যামনগর গ্রামের হুতোন আলীর স্ত্রী। এ ঘটনায় খুলনা থেকে ডুবুরি তলব করা হলেও লাশ উদ্ধার করা যায়নি।
এলাকাবাসী জানায়, রাবিয়া খাতুন ভোরে বাড়ির পার্শ্ববর্তী ভৈরব নদে গোসল করতে গিয়েছিলেন। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। এলাকার লোকজন নদীতে খোঁজ করে না পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দেন। এরপরও লাশ খুঁজে না পাওয়ায় ও লাশ পানিতে ভেসে না ওঠায় এলাকার মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মেহেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কোবাত আলী জানান, জেলায় কোনো ডুবুরি না থাকায় কয়েকজন ডুবুরি প্রেরণের জন্য খুলনা কার্যালয়ে অনুরোধ করা হয়। বেলা ১১টার দিকে ৩ সদস্যের ডুবুরি দল মেহেরপুরে পৌঁছে। তারা নিখোঁজ রাবিয়া খাতুনের সন্ধান চালিয়ে যাচ্ছে। গতরাতে মেহেরপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সেলিম রেজা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৃদ্ধা রাবিয়া খাতুনের লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। শেষ পর্যন্ত উদ্ধার অভিযান শেষ করে তারা খুলনা ফিরে যান।
এদিকে সকালে ভৈরবের ধারে একজোড়া স্যান্ডেল ও একটি ব্লাউজ পাওয়া গেলেও অদৌও রাবিয়া খাতুন ভৈরবে নেমেছিলেন কি-না তা কেউ বলতে পারেননি। ঘটনার পর থেকে এলাকাবাসী ও স্বজনের খোঁজাখুঁজি এবং বেলা ১১টার দিকে খুলনা থেকে আসা প্রশিক্ষিত তিনজন ডুবুরির ভৈরবে নেমে সাড়ে ৭ ঘণ্টার অভিযান ব্যর্থ হয়েছে। তারপরও এতো ঘণ্টার ব্যবধানে লাশ ভেসে না ওঠায় উৎসুক জনতার মনে নানা প্রশ্ন জাগতে শুরু করেছে। অনেকে বলেছেন- তার নিখোঁজের বিষয়টি সাজানো নাটক। কেউ বলেছেন, তিনি খুন গুম হতে পারেন। আবার কেউ বলেছেন, তিনি আত্মগোপনে রয়েছেন।