দামুড়হুদার বিষ্ণপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুল হকের ইন্তেকাল

দামুড়হুদার বিষ্ণপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুল হকের ইন্তেকাল

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক হাজি মো. আজিজুল হক মাস্টার ইন্তেকাল করেছেন। গত বুধবার দিনগত রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্র ক্রিয়ায় আক্রান্ত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আজিজুল হকের শারিরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। ভোর ৫টার দিকে নিয়ে যাওয়ার সময় ঝিনাইদহের হলিধানী নামক স্থানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে নাতিনাতকুড়সহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় দির্ঘদিনের কর্মস্থল বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে মরহুমের নামাজের জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন কারা হয়। মরহুমের মৃত্যুতে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষাথীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a comment