চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের ভেজাল চা পাতি কিনে প্রতারিত হচ্ছে জনসাধারণ

 

সরোজগঞ্জ প্রতিনিধি: মনিটরিঙের কোনো ব্যবস্থা না থাকায় চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারের অলিগলিতে ভেজাল চা পাতি বিক্রি হচ্ছে। এসব চা পাতি কিনে জনসাধারণ প্রতারিত হচ্ছে। সরোজগঞ্জ বাজার এলাকার প্রচুর পরিমাণ চাপাতি বিক্রি হয়। এ সুযোগ কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী ভারতের রঙ মেশানো চা পাতি দেদারচ্ছে বিক্রি করছে।

জানা গেছে, সরোজগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ী অধিক মুনাফা লাভের জন্য নিম্নমানের ভারতীয় রঙ মেশানো  চা পাতি  সংগ্রহ করে বেশি মূল্যে বিক্রি করেছেন। এ ব্যাপারে চিকিৎসকরা বলছেন এ ধরনের রঙ মেশানো চা পাতির চা পান করলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এ ধরনের চা পাতি ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো। আর চা দোকানিরা বাজারের দেশিও চা পাতির চেয়ে কম দামে ভেজাল চা পাতি কিনে চা বানিয়ে বিক্রি করছে। প্রতিকারের দাবিতে জনসাধারণ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a comment