রাষ্ট্রায়ত্ত শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের পদক পেলো দেশের ১০ টি প্রতিষ্ঠান
দর্শনা অফিস: রাষ্ট্রায়াত্ত শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে কেরুজ চিনিকল। স্বীকৃতি স্বরূপ প্রথম পুরস্কার গ্রহণ করেছেন কেরুজ ব্যবস্থাপনা পরিচালক সুদর্শন মল্লিক। বাংলাদেশের ১০ শিল্প প্রতিষ্ঠান জাতীয় উৎপাদনশীলতা ও মান পদক (ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১২) পেয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষ অর্জনের স্বীকৃতি স্বরূপ দেশে প্রথম এ পুরস্কারের ব্যবস্থা করেছে শিল্প মন্ত্রণালয়। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা সিরডাপ আর্ন্তজাতিক মিলায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। শিল্প সচিব মঈনউদ্দীন আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, ড. নজরুল ইসলাম, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সুদর্শন মল্লিক প্রমুখ। আলোচনা শেষে স্বীকৃতিস্বরূপ যে সকল প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্পে পাবনার প্রিন্স কেমিক্যাল, চট্রগ্রামের হিফস অ্যাগ্রো ফুড, সাতক্ষীরার রনি অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং। রাষ্ট্রায়াত্ত শিল্প বিভাগে দর্শনা কেরুজ চিনিকল, বি-বাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি ও গাজীপুরের বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি। বৃহৎ শিল্প বিভাগে কুষ্টিয়ার বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ, মাঝারি শিল্পে গুলশানের বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকস। কুটির শিল্পে মতিঝিলের স্প্যাডিক্স লিমিটেড এবং মাইক্রো শিল্পে যশোর রং হ্যান্ডি ক্রাফটস পদক পেয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। কেরুজ চিনিকলের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সুদর্শন মল্লিক প্রথম পুরস্কার গ্রহণ করেন। নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ডে ভূষিত হলো এ মিলটি। দেশের শিল্পাঙ্গণে চুয়াডাঙ্গা তথা দর্শনার সুনাম অর্জন করায় এলাকাবাসী কেরুজ কর্মকর্তাদের অভিনন্দন এবং মিলের শ্রমিক-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে। এ ব্যাপারে কেরুজ এমডি সুদর্শন মল্লিক বলেন, এলাকার আখচাষিদের অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিকতা, মিলের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার ফসল এ পুরস্কার।