চুয়াডাঙ্গার বালিয়াকান্দি মাঠে নদ্ধ্যা রাতে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ৫ মাইল হাড়োকান্দি সড়কের বালিয়াকান্দি মাঠের মধ্যে থেকে মোবাইলফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুত্রুবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের ৩ বন্ধু নান্নু, সুমন, আমিন হাড়োকান্দি গ্রাম থেকে বাড়ি ফেরার পথে হাড়োকান্দি-বালিয়াকান্দি মাঠের মধ্যে অপরদিক থেকে মোটরসাইকেল যোগে আসা ৩ যুবক নান্নুর হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

উল্লেখ্য, কিছু দিন আগে একই সড়ক থেকে ১টি ও গত ২৭ সেক্টেম্বর দুপুরে ডিঙ্গেদাহ খেজুরা মাঠের মধ্যে থেকে ১টি মোবাইল ছিনিয়ে নিয়েছে একটি চক্রটি। এ বিষয়ে পুলিশে নজর দেয়া জরুরি বলে এলাকাবাসী মনে করেন।

Leave a comment