চারজনের ভোদৌঁড় : পুলিশ ফাঁড়িতে অভিযোগ
মোমিনপুর প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বসতবাড়ি সংলগ্ন গোয়ালঘরে আগুন দিয়ে তছরুপ করে দেয়া হয়েছে। আগুন লাগিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ৪ জনকে চিনে ফেলার কারণে তারা গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে।
জানা গেছে, ছয়ঘরিয়া গ্রামের হিন্দুপাড়ার স্বর্গীয় কেষ্ট সরকারের ছেলে বিমল সরকারের বসতবাড়ি সংলগ্ন ঘোয়ালঘরে গত পরশু মঙ্গলবার রাত ৩টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা থেকে গোয়ালঘরের গরু ছাগল সবার সহযোগিতায় প্রাণে বেঁচে গেলেও গোয়ালঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রকৃতির ডাকে বিমল সরকারের স্ত্রী বাইরে গেলে সে দেখতে পায় ঘোয়ালঘরে আগুন জ্বলছে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ৪জন দৌঁড়ে পালিয়ে যায়। বিমল সরকার গতকাল বুধবার অভিযোগ করে বলেন পূর্ব শত্রুতার জের ধরে ছয়ঘরিয়া গ্রামের মন্টু, অর্জুন, ভোলা ও সুকদেব আমার গোয়ালঘরে আগুন দিয়ে সব শেষ করে দিয়েছে। অসহায় বিমল সরকার অভিযোগ করে আরও জানান, অল্পের জন্য আমার বসতবাড়িটি প্রতিবেশীদের সহযোগিতায় আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। তবে ঘরে থাকা গরু-ছাগল প্রাণে বেঁচে গেলেও ঘরটি আগুনে পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। তিনি বলেন, প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন দেয়ার ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের এলাকাবাসী শাস্তির দাবি করেছে। এ ব্যাপারে গতকাল বুধবার ঘোলদাড়ী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে।