মেহেরপুর কোলা মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে এমপি ভূক্তির জন্য টাকা গ্রহণের অভিযোগ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুজনের নিকট থেকে প্রায় দেড় লাখ টাকা গ্রহণের অভিযোগ উঠেছে। অনেকবার টাকা ফেরত চেয়ে ব্যর্থ হওয়ায় সাবেক ওই ২ শিক্ষক মাদরাসা সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে আমঝুপি চেয়ারম্যান রোবহানউদ্দিন আহমেদ চুন্নু বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের জমির উদ্দিনের ছেলে শুকুর আলী। ২০০৮ সালের ২০ জানুয়ারি থেকে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওই মাদরাসায় চাকরি রত অবস্থায় ছিলেন। কর্মরত অবস্থায় তার এমপিও ভূক্তির জন্য অধ্যক্ষ সাইদুর রহমান তার নিকট থেকে নগদ ৫৭ হাজার টাকা গ্রহণ করেন। এছাড়া সদর উপজেলার কোলা গ্রামের মৃত খন্দকার মুহাম্মদ আলীর ছেলে কামরুল হোসেন একই মাদরাসায় অফিস সহকারী পদে চাকরি করতেন। তার নিকট থেকে মাদরাসা সুপার  সাইদুর রহমান এমপিও করার জন্য ৫৬ হাজার টাকা গ্রহণ করেন এবং বলেন- চাকরি ছেড়ে দিলে তিনি উক্ত টাকা ফেরত পাবেন।

শুকুর আলী বর্তমানে মেহেরপু্রের গোভীপুর মাদরাসায় চাকরি করছেন এবং কামরুল হোসেন ব্যবসা করছেন। তারা দুজন টাকা ফেরতের দাবি করেন। তিনি তাদের টাকা ফেরত না দিয়ে অন্যান্য শিক্ষকদের সাথে ভাগ বাটোয়ার করেছেন। এ ঘটনায় তারা টাকা ফেরতের দাবিতে ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করেছেন।

 

Leave a comment