জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বিজিবি ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় সবুজ হোসেন নামে এক গরুব্যবসায়ী নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল বুধবার বেলা ১২টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে গরুব্যবসায়ী সবুজ হোসেন (২৮) নিজ বাড়ি থেকে জীবননগরে যাচ্ছিলো। সে বেনীপুর বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি পাউয়ারট্রলি তাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সবুজ গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।