স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার জমির আইল কাটার অভিযোগ তুলে কৃষককে মারপিট করেছে প্রতিবেশী। কৃষক আরজেত আলীর জমিতে চাষের সময় পাশের জমির আইল কাটার অভিযোগ তোলেন আনসার মালিথা। এ সময় আরজেত আলীকে আকস্মিক মারপিট করে আনসার মালিথা ও তার ভাইয়েরা। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গার বড়পুটিমারি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহত আরজেত আলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আরজেত আলী (৫১) পুটমারী গ্রামের মাঠে চাষাবাদ করেন। গতকাল দুপুরে তার জমিচাষ শুরু করেন। হঠাত একই এলাকার ইমান মালিথার ছেলে আনসার মালিথা ও তার ভাইয়েরা আরজেত আলীকে মারপিট শুরু করে। এ সময় মারপিটের কারণ জানতে চাইলে তাদের জমির আইল কেটে নিয়েছে বলে অভিযোগ তোলে আরজেতের বিরুদ্ধে। লাঠিসোঁটা ও হেঁসো দিয়ে মারপিট করে আরজেতকে জখম করে তারা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরজেতের একটি