আলমডাঙ্গার পাইকপাড়ায় যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পাইকপাড়া বিলের পাড়ে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার নিহত জাহাঙ্গীর আলম দুখুর পিতা আলী হোসেন বাদী আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের ৫ দিন পর দায়েরকৃত মামলায় ৮ জনের নামসহ অজ্ঞাত আরও আসামি উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর আলমডাঙ্গা পাইকপাড়ার বিলের পাড় থেকে যুবক জাহাঙ্গীর আলম দুখুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম (২৬) কুষ্টিয়া মিরপুরের আমবাড়িয়া গ্রামের আলী হোসেনের ছেলে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে একজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

Leave a comment