ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার নান্দবার দক্ষিণপাড়ায় হাফেজিয়া মাদরাসার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খেদের আলী ধুলু বিশ্বাসের সভাপতিত্বে অতিথি ছিলেন মাদরাসার সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, ক্যাশিয়ার আনছার আলী, দাতা সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, বদিউজ্জামান, মাওলানা সহিদুল ইসলাম, সলিমুল্লাহ, লুকমান হুসাইন, ভালাইপুর হাফেজীয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ সুলতান মাহমুদ, আব্দুল মমিন, মজিবুর রহমান, খলিলুর রহমান, হাসেম আলী মাস্টার, রফিকুল ইসলাম, মাদরাসার মুহতামিম হাফেজ সাহাবুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমিনুল ইসলাম।