মাথাভাঙ্গা মনিটর: টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। গতকাল রোববার ধর্মশালায় কিউইদের দেয়া ১৯১ রানের লক্ষ্য ১০১ বল ও ৬ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় স্বাগতিকরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের কাছে অসহায় হয়ে পড়ে কিউই ব্যাটসম্যানরা। তাদের ব্যক্তিগত রানের স্কোর দেখলে সেটা স্পষ্ট হয়ে ওঠে। ওপেনার লাথাম এবং সাউদি ছাড়া আর কেউ ভারতের বোলারদের মোকাবেলা করতে পারেননি। লাথাম ৭৯ এবং সাউদি ৫৫ রান করেন। বাকিদের স্কোর দেখলে হতাশই হবেন কিউই সমর্থকরা। মার্টিন গাপটিল ১২, কেন উইলিয়ামসন ৩, রস টেইলর ০, কোরি আন্ডারসন ৪, লুক রঞ্চি ০, নেশাম ১০, সানটনার ০, ব্রাসওয়েল ১৫ এবং ইশ সৌদি ১ রান করেন। ভারতের হয়ে অমিত মিশ্র ও হার্ডিক পান্ডে ৩টি করে এবং উমেশ যাদব ও মহাদেব যাদব ২টি করে উইকেট লাভ করেন।
১৯১ রানে টার্গেটে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দায়িত্বশীল ব্যাটে ৩১ দশমিক ১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে ভারত। বিরাট কোহলি ৮৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া আজিঙ্কা রাহানে ৩৩ রান করেন। ৫ ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল ভারত।