ভারত-পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত দরকার : আজহারউদ্দিন

 

মাথাভাঙ্গা মনিটর: ভারত-পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত দরকার বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন। পাকিস্তানের সঙ্গে নিজ দেশের ক্রিকেটীয় সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে আজহার বলেন, হয় আপনি সব কিছু উন্মুক্ত করুন নতুবা কিছুই না।

২০০৮ এশিয়া কাপে অংশ নিতে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ভারতীয় ক্রিকেট দল। একই বছর মুম্বাই হামলার পর পার্শ্ববর্তী দেশটিতে সফর থেকে বিরত আছে ভারতীয়রা। এরপর ২০১২ সালে সংক্ষিপ্ত সিরিজের জন্য ভারত সফর করে পাকিস্তান দল। আনুষ্ঠানিক নিষিদ্ধাদেশ না থাকলেও ২০০৯ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে কোনো দলই পাকিস্তানি খেলোয়াড়দের নিচ্ছে না।

তবে পাকিস্তানি গণমাধ্যম ব্যক্তিত্ব, ম্যাচ কর্মকর্তা এবং কোচিং স্টাফরা ঠিকই আইপিএলে অংশ নিচ্ছে। যা আজহারের দৃষ্টিতে ঠিক নয়। আজহার বলেন, আমি মনে করছি বিষয়টা দু দেশের সরকারের পর্যায়ে চলে গেছে। আপনাকে হয় শতভাগ হ্যাঁ অথবা শতভাগ না বলতে হবে। ধারাভাষ্যকার এবং আম্পয়াররা পাকিস্তান থেকে আসছে। কিন্তু পাকিস্তানি খেলোয়াড়দের অনুমতি দিচ্ছেন না, এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার।

Leave a comment