গাংনী প্রতিনিধি: সুলতান শেখ (৬০) নামের এক ব্যক্তিকে গাঁজা রাখার অপরাধে এক মাসের কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত সুলতান শেখ গাংনী থানা পাড়ার মৃত লুৎফর শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে গাঁজাসহ সুলতানকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষি সাব্যস্ত করে দশণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকালই তাকে মেহেরপুর জেলা করাগারে প্রেরণ করেছে পুলিশ।