আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ বলিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গতপরশু শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের মোতালেব আলীর ছেলে কেচমত আলী, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে জাফর আলী, জমসেদ আলীর ছেলে যুবরাজ, আনছার আলী ছেলে জামসেদ আলীর নামে আদালতে মামলা হয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর শুক্রবার রাতে ঘোলদাড়ি ফাঁড়ির ইনচার্জ এএসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকের পর গতকাল সকালে তাদেরকে থানায় নিয়ে আসে পরে জেলহাজতে প্রেরণ করেন।