স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতি ঘৃণা প্রকাশ করে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, এরা কোনো মানুষের জাত না। যারা শিশু পুড়িয়ে হত্যা করে, তারা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। এদের বিরুদ্ধে শক্ত আইনগত ব্যবস্থা নেয়া হবে
বলে জানান তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সহিংসতায় অগ্নিদগ্ধদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন জয়। সজীব ওয়াজেদ জয় বলেন, এভাবে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা
অমানবিক। কোনো রাজনৈতিক দল এ কাজ করতে পারে এটা অবিশ্বাস্য। বিশেষ করে যে ছোট ছোট বাচ্চাদের দেখলাম, ৮ বছরের শিশু সুমিকে দেখে আমার প্রায় চোখে কান্না চলে এসেছিলো। আমার মেয়ের বয়স এ মাসেই ৭ বছর হবে, একজন পিতা হিসেবে আমি কল্পনাও করতে পারি না যে; সে এরকমভাবে আহত হোক। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের দেশে যেন এ রকম আর না ঘটে। এ সময় বিএনপির প্রতি ঘৃণা প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দল তো দূরের কথা, এরা মানুষের জাত না। এরা সন্ত্রাসী দল। এটা অমানবিক। যারা এর জন্য দায়ী তাদের কঠিন শাস্তি হওয়া উচিত, যাতে এ রকম ঘটনা এদেশে আর কোনো দিন না ঘটে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে জয় বলেন, অবশ্যই নেয়া হবে।