কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি পশ্চিমপাড়ায় পল্লী বিদ্যুতের একটি পোল হেলে পড়েছে। পোলটি দীর্ঘদিন ধরে হেলে থাকলেও বিদ্যুত বিভাগের অনিহার ও দায়িত্বহীনতার কারণে মারণফাঁদে পরিণত হয়েছে। যতোই দিন যাচ্ছে পোলটি ততোই হেলে পড়ছে। বিদ্যুত সংযুক্ত পোলটি পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিদ্যুত বিভাগের কর্তাদের কাছে দাবি তোলা হয়েছে পোলটি মেরামতের ব্যবস্থা গ্রহণের জন্য।