জীবননগর ব্যুরো: গত সোমবার জীবননগরে হরতালের সমর্থনে পৌর বিএনপির (হাজি মোজাম্মেল হক গ্রুপের) বিক্ষোভ মিছিলকালে পিকেটারদের হামলায় বাবু খান গ্রুপের যুবদল নেতা শফিউদ্দিনের স্ত্রী বিউটি খাতুনকে মারপিট মামলায় পুলিশ ছাত্রদলকর্মী রিমনকে (১৮) গ্রেফতার করেছে। সোমবার রাতেই পুলিশ কোর্টপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার রিমনকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালকে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, সোমবার হরতালের সমর্থনে হাজি মোজাম্মেল হক গ্রুপের পৌর বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দত্তনগর সড়কে বিক্ষোভ প্রদর্শনকালে মিছিল থেকে কয়েক পিকেটার যুবদল নেতা শফিউদ্দিনের বাড়িতে চড়াও হয়। এ সময় শফিকে না পেয়ে তার স্ত্রী বিউটি খাতুনকে মারপিট করে। এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ করা হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কোর্টপাড়াবাসিন্দা নজরুল ইসলামের ছেলে ছাত্রদলকর্মী রিমনকে গ্রেফতার করে।