স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে এক প্রেস নোটের মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। চুয়াডাঙ্গা জেলা নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত প্রেস নোটে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ওই এলাকায় লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তারই পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে পার্শ্ববর্তী জেলার সকল সীমানা ও আন্তঃউপজেলার মধ্যে জরুরী সেবা প্রদানে যানবাহন ব্যাতীত সকল ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলো। তবে জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপন্য ও সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রবাদিও মালবাহী গাড়ি এসব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, করোনা থেকে চুয়াডাঙ্গা জেলাকে ঝুঁকিমুক্ত রাখতে এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এ নিয়ম ভঙ্গ করলে অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।