অনলাইন ডেস্ক: দেশে করোনা ভাইরাসে সংক্রমণের ফলে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এই নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়ালো। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শণাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। আর মোট সুস্থ হয়েছেন ২৬ জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।