স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা মাস্টারপাড়ার কাজী আবু রেজা বাবুলকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় রতন ভান্ডারী নামে একজন পালিয়ে গেছে।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের ফেরীঘাট সড়ক থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, চুয়াডাঙ্গা মাস্টারপাড়ার মৃত কাজী আব্দুল বারীর ছেলে কাজী আবু রেজা বাবুল (৪০)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিদ হাসান, এএসআই রজিবুল হক সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের ফেরীঘাট সড়কে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে বাবুলকে তাড়িয়ে ধরা হয়। একই সাথে উদ্ধার করা হয় ২০ বোতল ফেনসিডিল । প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানান পালিয়ে যাওয়া ব্যক্তি চুয়াডাঙ্গা ইসলামপাড়ার মৃত আফজালের ছেলে রতন ভান্ডারী। পরে মামলাসহ বাবুলকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।