স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ছাত্রদলের শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস নাশক স্প্রে, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনের নেতৃত্বে শহীদ হাসান চত্বর থেকে শুরু করে পৌরসভা মোড় পর্যন্ত জীবানুনাশক স্প্রে করা হয়। পাশাপাশি মুখের মাস্ক ও হাত ধোঁয়ার সাবান বিতরণ করা হয় পথচারীদের মধ্যে। এ সময় এদিকে ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদেরকে স্বাস্থ্যবিধির মধ্যে থেকে সাধ্য অনুযায়ী করোনা ভাইরাস নাশক কার্যক্রম ও মানবিক বিবেচনায় অসহায়দের পাশে থাকার আহবান জানিয়েছেন।