গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আমিরুজ্জামান ওরফে মোহাম্মদ শামসুল আরেফিন নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ রিয়াজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার থেকে ডা. আমিরুজ্জামান ওরফে মোহাম্মদ শামসুল আরেফিনকে পাওয়া যাচ্ছেনা। তিনদিন যাবত সে অনুপস্থিত রয়েছে। ছুটির জন্য কোন আবেদনও করেনি। গাংনী হাসপাতাল বাজারের তার ভাড়া বাড়িতেও খোঁজ করে পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ রয়েছে। আমিরুজ্জামানের বাড়ি কুষ্টিয়ার খোকসা এলাকায়। তার অনুপস্থিতিতে এবং লোকবলের অভাবে হাসপাতালে চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। নিখোঁজ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানানোর প্রস্তুতি চলছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ঘটনা শুনেছি। নিখোঁজ ডাক্তারের প্রতিষ্ঠান বা পরিবারের পক্ষ থেকে এখন জানায়নি। তবে তার পরিবারের কাছে জানতে কুষ্টিয়ার খোকসা এলাকায় খোঁজ নেয়া হচ্ছে।