অনলাইন ডেস্ক: বিশ্ব ব্যাপী প্রতিদিনেই বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৩২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে ৮৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৯০ জনে। যা গত একদির আগেও ছিলো ৪ হাজার ৮৫৮ জনে।
খবরে আরও বলা হয়, স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত একদিন আগেও ছিল ৬৪ হাজার ০৫৯ জন। কিন্তু ২৪ ঘন্টা পরেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ২৪৮ জনে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।