অনলাইন সংস্করণ: করোনা ভাইরাসের কারণে এ বছর হজ বাতিল হয়ে গেলে হজযাত্রীদের অর্থ ফেরত দেবে সৌদি আরব সরকার। শুক্রবার সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী ফছরুল রাজী এক বিবৃতিতে এমনটি জানান। ওই বিবৃতিতে সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমানে দুটি ইসলামিক পবিত্র শহর মক্কা ও মদিনায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পবিত্র শহর দুটিতে হজে বিশাল সমাবেশ হয়। তাই সৌদি সরকার এই হজ বাতিল করতে পারে। শেষ পর্যন্ত হজ বাতিল হয়ে গেলে করণীয় বিষয়ে আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি। সৌদি আরবে এ পর্যন্ত ১হাজার ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিনজন। জাকার্তা পোস্ট।