মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে কেমিক্যাল ও মিক্সার মেশিন সহ ১জন কে আটক করেছে পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশ। বুধবার ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচকমলাপুর গ্রামে এ অভিযান চালায়। ওবায়দুল নামে ১জনকে আটক করলেও পালিয়েছে জাহাঙ্গীর নামে আরেকজন।
জানা গেছে, আলমডাঙ্গারঙ্গার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। গত বুধবার রাত ১০ টার দিকে আলমডাঙ্গা অফিসার্স ইনচার্জ আলমগীর কবিরের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশের আইসি এএসআই মিলন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে বিভিন্ন কেমিক্যাল, ৩২/৩৪ টি খালি ড্রাম, হারপিকের খালি কৌটা, মেহেদি, সেক্সুয়াল জুসসহ মোট ৬ টি নকল প্রসাধনী সহ কয়েকটি মিক্সার মেশিন আটক করে পুলিশ। এ সময় বাড়ি মালিক পাঁচকমলাপুর গ্রামের মৃত ঠাণ্ডু বিশ্বাসের ছেলে ওবায়দুল (৪০) আটক করে ও নকল প্রসাধনী তৈরির মূল হোতা জাহাঙ্গীর (৩৫) পালিয়ে যায়। ওবায়দুল ও জাহাঙ্গীর দুভাই মিলে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নকল প্রসাধনী তৈরি করে আসছিল বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক মাথাভাঙ্গাকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এছাড়া ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।