আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বকসিপুর গ্রামের পূর্ব বিরোধে জেরে নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে আইনালের পুকুরের হাঁস যাওয়ার একই পাড়ার এনামুলের স্ত্রী সুর্বনাকে ইট ও দেশিও অস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।
জানা গেছে, উপজেলার বকসিপুর গ্রামের এনামুলের স্ত্রী সুর্বনা খাতুন (২৮) দীর্ঘদিন ধরে বেশকিছু পাতি হাঁস পালন করে আসছিলেন। এনামুলের পরিবারের সাথে একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আইনালের পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এনামুলের বাড়ির পাশেই একটি পুকুরে আইনাল হক মাছ চাষ করেন । গ্রামের অনেকের হাঁস আইনালের পুকুরের পানিতে যাওয়া আসা করে। বুধবার দুপুর পর আইনালের স্ত্রী পুকুর থেকে হাসঁ তাড়িয়ে নিয়ে এনামুলের বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকেন । এসময় এনামুলের স্ত্রী সুর্বনা গালি দিতে নিশেধ করলে আইনালের স্ত্রী রোজিনা খাতুনের হাতে থাকা ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। সুর্বনা মাটিতে পড়ে গেলে রোকিনা ও তার শাশুড়ি দেশিও অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। রক্তাত্ব জখম অবস্থায় এনামুলের স্ত্রী সুর্বণাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এবিষয়ে এনামুল বাদী হয়ে আলমডাঙ্গা থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।