স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস আক্রান্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় দুই তারকা ক্রিকেটার ইরফান ও ইউসুফ পাঠান। ছোঁয়াছে এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সাধারণ মানুষের মাঝে ৪ হাজার মাস্ক বিতরণ করেছেন জাতীয় দলের ‘সাবেক’ হয়ে যাওয়া এই দুই ভাই। একটি ভিডিও পোস্ট করে ইরফান পাঠান লিখেছেন, সমাজের মানুষের জন্য এ সামান্যটুকু কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আপনারাও সামর্থ্য অনুসারে জনস্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই সময়ে আপনারা কোথাও কোনো ভিড় জমাবেন না। ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায়, মাহমুদ খান পাঠান চ্যারিটেবল ট্রাস্টের নামে এই মাস্কের নামকরণ করা হয়েছে। এই চ্যারিটেবল ট্রাস্টটি পরিচালনা করেন ইরফান ও ইউসুফ পাঠানের বাবা।
প্রসঙ্গত, সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। মারাত্মক আকার ধারণ করেছে ছোঁয়াছে এই ভাইরাস। বিশ্বে ইতোমধ্যে প্রায় ১৭ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ মানুষ।