মেহেরপুর অফিস: সিঙ্গাপুর প্রবাসী মেহেরপুরের এক যুবক দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেছেন। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের দোয়ার আলীর ছেলে সিঙ্গাপুর প্রবাসী ওই ছেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেছেন। এতে সাধুবাদ জানিয়েছেন আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নুসহ এলাকাবাসী। এ খবর শুনে তিনি প্রবাসী যুবকের গ্রামের বাড়ি যান এবং তার বাবার হাতে ১৪ দিনের ত্রাণ সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য মশিউর রহমার ডাবলু, সমাজসেবক খলিলুর রহমান, আলামিন হোসেন প্রমুখ।