মহেশপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করেন স্থানীয় এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।
মেহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথচারী, দোকানদার, ভ্যানচালক, শ্রমিক ও সাধারণ মানুষের হাতে সাবান, মাস্ক এবং লিফলেট তুলে দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। তিনি করোনাভাইরাস প্রতিরোধে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ প্রমুখ।