চুয়াডাঙ্গা কিরোনগাছির আলী মোটরসাইকেলের ধাক্কায় নিহত

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জের আসাদুল স্টোরের কর্মচারী কিরোনগাছির আলি হোসেন মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সরোজগঞ্জ তেল পাম্পের অদূরে তিনি দুঘটনার শিকার হন। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের কিরোনগাছি গ্রামের মৃত আবজেল ম-লের ছেলে সরোজগঞ্জ বাজারের আসাদুল স্টোরে কর্মচারী আলী হোসেন (৬০)। গতকাল তিনি সরোজগঞ্জ বাজারের আসাদুল স্টোরের তেল পাম্পের নিকট গুদামে কাজ শেষ করে বাজারের দিকে ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের তেল পাম্পের অদূরে যাদবপুর মোড়ে পৌছুলে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর আছড়ে পড়েন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে ডিঙ্গেদহ বাজারের নিকট পৌঁছুলে মারা যান তিনি।