চুয়াডাঙ্গায় এনজিওদের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এনজিওদের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্ষদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার সকল এনজিও প্রতিনিধিদের জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় ৩০ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।