করোনা ভাইরাস সংক্রমণের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমণের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না ঘটে এজন্য বাজার পরিদর্শন ও তদারকি করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার বেলা ১১টায় বড়বাজারের কাঁচাবাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, এনডিসি সিব্বির আহমেদ, সহকারী কমিশনার হাবিবুর রহমান, মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও দোকান মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল কাদের জগলু উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এসময় ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, করোনা ভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে। অবৈধভাবে মুনাফা করলে জেল-জরিমানা করা হবে। তিনি বাজারে পেঁয়াজ, রসুন, চাল ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি দেখে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা প্রশাসকদের সাথে খোঁজখবর নিতে অনুরোধ করেন।