দর্শনা অফিস: বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন’র কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে অকথ্য নির্যাতন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ-ের প্রতিবাদে সোচ্চার গোটা দেশের সাংবাদিক। কুড়িগ্রামের ডিসি সুলতানাসহ অভিযুক্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিকদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রয়েছে। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদসভা। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদসভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। আলোচনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ ম-ল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, চঞ্চল মেহমুদ, মনিরুজ্জামান সুমন, নজরুল ইসলাম, এসএম ওসমান, আহসান হাবীব মামুন, মেহেদী হাসান তুহিন, ওয়াসিম রয়েল, সুজন মাহমুদ, আ. হান্নান, বাকী বিল্লাহ, ফরহাদ হোসেন প্রমুখ। সাংবাদিকরা বলেন, কুড়িগ্রামের অভিযুক্ত ডিসি সুলতানাসহ তার সহযোগিদের শুধু প্রত্যাহার করলেই হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। গোটা দেশের সাংবাদিক আমরা একটি পরিবারের সদস্য। তাই যেখানেই সাংবাদিক নির্যাতন হোক না কেনো, আমরা ঘরে বসে থাকেনি ও ভবিষ্যতেও থাকবে না। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইকরামুল হক পিপুল।