সরোজগঞ্জ নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্যপদে নির্বাচন সম্পন্ন

জিয়াউর রহমান জিয়া: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরোজগঞ্জ নবীননগর বিদ্যালয়ের দুটি প্যানেলের উন্নয়ন পরিষদ (জুয়েল রানা) ও জহুরুল হক জবির সমর্থিত (জহুরুল হক জবির) মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল থেকে দুজন দুজন করে নির্বাচিত হয়। জহুরুল হক জবির প্যানেলের ইকরামুল হক নলকুপ প্রতীক নিয়ে ১৪৩ ভোট, আনিচুর রহমান চেয়ার প্রতীক নিয়ে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া উন্নয়ন পরিষদের সাথী খাতুন ফুটবল প্রতীক নিয়ে ১৪২ ভোট ও শাপলা খাতুন কলস প্রতীক নিয়ে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া উন্নয়ন পরিষদ প্যানেলের শিমুল মিয়া বই প্রতীক নিয়ে ১৪২ ভোট, আব্দুল মান্নান ঘনু মাছ প্রতীক নিয়ে ১৪১ ভোট, জহুরুল হক জবির প্যানেলের শিরিনা খাতুন মোরগ প্রতীক নিয়ে ১৩৩ ভোট, সারমিন সুলতানা আম প্রতীক নিয়ে ১৩৪ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবিদ আজাদ আকমল। এছাড়া নির্বাচন এলাকায় শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সহযোগিতা করেন সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলিম, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের টুআইসি এসআই শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।