সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাদের বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি মো. আব্দুল্লা শেখ। প্রতিষ্ঠাকালীন সদস্য জালাল উদ্দিন মহর, অবসরপ্রাপ্ত শিক্ষক জুড়োন আলী শেখ, পরিচালনা কমিটির সদস্য সেলিম রেজা, প্রধান শিক্ষক আবু সালেহ, মোমতাজুল ইসলাম, ছকিনা খাতুন, সাইদুন্নাহার, আকতারুন নেছা, হাবিবা খাতুন, ফারহানা খাতুন, সাইফুল ইসলাম, জাহানারা পারভিন, মোহাম্মদ আলী, মহিদুল ইসলাম, আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল ও ক্রীড়া শিক্ষক কামরুজ্জামান।