মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে বঙ্গবন্ধু পাঠ চক্রের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি নবী নেওয়াজ। গত মঙ্গলবার বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসেনর সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু পাঠ চক্রের কেন্দ্রীয় সভাপতি মো. নবী নেওয়াজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আমিরুল ইসলাম, মহেশপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন লিটন, শ্যামকুড় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান বিশ্বাস, পান্তাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০১৫ সালে বঙ্গবন্ধু পাঠচক্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, বাংলাদেশের উন্নয়ন স্বচিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক ও জাতির জনক বঙ্গবন্ধুর আত্ম জীবনী নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করে আসছে।