দামুড়হুদার আমডাঙ্গায় আর্সেনিকমুক্ত ওয়াটার প্লান্টের উদ্বোধন

আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুন
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার আমডাঙ্গা গ্রামে নবনির্মিত আর্সেনিকমুক্ত ওয়াটার প্লান্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ফিতে কেটে প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আমডাঙ্গা গ্রামে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ডা. শাফিউল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহা. এনামুল করীম ইনু, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেশন ম্যানেজার রফিকুল ইসলাম, উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান, সুবলপুর গ্রামের কৃতিসন্তান আমিনুল ইসলাম ফুরুই প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদেশকে একটি সুখী-সম্মৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ভিজিএফ, ভিজিডিসহ বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, মুক্তিযোদ্ধাভাতা, মাতৃত্বকালীনভাতা চালু করেছেন। অতীতে অনেক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো। কিন্ত গরিব মানুষের কথা একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ চিন্তা করেনি। আর্সেনিক প্রবণ অজোপাড়া গায়ের আমডাঙ্গা গ্রামটি বেছে নেয়ায় তিনি ইম্প্যাক্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ গ্রামের রাস্তার কারণে মানুষ ছেলে-মেয়ের বিয়ে দিতে চাইতো না। এখন আমডাঙ্গা গ্রামের রাস্তা পিচকরণ করা হয়েছে। প্রাইমারি স্কুলের জন্য একটি সুদৃশ্য নতুন ভবন নির্মাণ করে দেয়া হয়েছে। বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। আমডাঙ্গা গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। আর এর সবকিছু সম্ভব হয়েছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। তাই আপনারা সকলেই শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি মুজিববর্ষে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাঠ সংগঠক আশাদুল হক, মিজানুর রহমান, আসাদুল হক ও জেসমনি খাতুন।