স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শান্তিপাড়ার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে যশোর জেলার পালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৪৮) চুয়াডাঙ্গা পৌরশহরের শান্তিপাড়ার মৃত শামসুলের ছেলে। সে একটি চেক জালিয়াতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে জাহাঙ্গীর আলম যশোর জেলার পালবাড়ি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই আসাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পালবাড়ি এলাকায় অভিযান চালান। সেখান থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর আলমকে। পরে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে প্রেরণ করেন।