স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশের আগে নিজের দুই হাত ভালোভাবে ধুয়ে নিই, নিজে সুস্থ থাকি ও অপরকে সুস্থ থাকতে সহায়তা করি সংবলিত সাইনবোর্ড ও দুটি বেসিন লাগানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, আরএমও ডা. শামীম কবির, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বর্তমানে হ্যান্ডশেক করা থেকে সকলকে বিরত থাকতে হবে। হাঁচি ও কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। সাবান দিয়ে হাত ধুতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে। এ কার্যক্রম সরকারি ও বেসরকারি পর্যায়ের অফিসে চালু করতে হবে।