চুয়াডাঙ্গার পরিচিতি মুখ সাবেক দলিল লেখক আশার মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার মৃত শামসুল হুদার ছেলে ও জেলা যুবলীগ নেতা সাজেদুল ইসলাম লাভলুর পিতা সাবেক দলিল লেখক চুয়াডাঙ্গা পৌরসভা মসজিদের মুয়াজ্জিন মো. আনিসুর রহমান আশা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গতকাল রাত ৯টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর। আজ বাদ জোহর শেকরাতলা মোড় সংলগ্ন পুরাতন কবরস্থানে জানাজার নামাজ শেষে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এদিকে, জেলা যুবলীগ নেতার পিতার মৃত্যুতে জেলা যুবলীগের আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।