কালীগঞ্জ প্রতিনিধি: দেশজুড়ে চলছে করোনা ভাইরাস আতঙ্ক। সরকারের নির্দেশনা রয়েছে বেশি লোক সমাগম, হ্যান্ডশেক বা কোলাকুলি থেকে বিরত থাকতে। কিন্তু এরই মধ্যে অনুষ্ঠিত হচ্ছে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন। এ ভোটের প্রচার প্রচারণায় প্রার্থী ও তার কর্মী সমর্থকেরা সাধারণ ভোটারদের সাথে করমর্দন ছাড়াও করছেন কোলাকুলি। তাই প্রচার প্রচারণাতেই করোনা ছড়াতে পারে বলে সাধারণ মানুষের মাঝে আশঙ্কা দেখা দিয়েছে। সরকার ইতোমধ্যে করোনা প্রতিরোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ছাড়াও স্বাধীনতা দিবসসহ জাতীয় বড় বড় অনুষ্ঠান পালনও সীমিত করার নির্দেশনা দিয়েছেন। সেখানে এতো ঝুঁকির মধ্যেও কালীগঞ্জে উপ-নির্বাচন যেনো কাল হয়ে দাঁড়াচ্ছে। তাইতো ছোঁয়াছে করোনার ভয়ে ভোটারদের কেউ কেউ প্রার্থীদের দেখে এড়িয়ে চলছেন। অন্যদিকে এ কারণে বিব্রতবোধ করছেন ভোটে অংশ নেয়া প্রার্থী ও তার কর্মীরাও। তাইতো করোনা ঝুঁকি এড়াতে এখনই নির্বাচন পেছানোর কথাও তুলছেন অনেকেই। সর্বশেষ এ সঙ্কটাপন্ন মুহূর্তে নির্বাচন কমিশন সিইসি থেকেও দেশের সকল নির্বাচন স্থগিতের আভাসও দিয়েছে। উল্লেখ্য, আগামী ২৯ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন।