কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কেপিএল ক্রিকেটের কোয়াটার ফাইনালের হাইভোল্টেজ খেলায় কুড়ুলগাছি একাদশ পরাজিত করেছে পীরপুরকুল্লাহ একাদশকে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কুড়ুলগাছি একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে বখতিয়ার সর্বোচ্চ ৪০ রান করেন। জয়ের লক্ষ্যে পরে ব্যাট করতে নেমে পীরপুরকুল্লাহ একাদশ ১৫ ওভারে ১০০ রানে অলআউট হয়ে যায়। দলের শুভ ৪৫ রান করেন। খেলা পরিচালনা করেন জহির ও মারুফ। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বখতিয়ার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, কৃষকলীগ নেতা মিঠু বিশ্বাস, আশুব্বর রহমান, যুবলীগ নেতা মোস্তাফিজ কচি, রতন, ছাত্রলীগ নেতা রানা বিশ্বাস, বক্কর, তুহিন, সাজ্জাদ, প্রিন্স সাজ্জাদ, রিয়াদ, আলামিন, প্রভাষক আশরাফ আলী, শিক্ষক মতিউর রহমান প্রমুখ।