আজ আসছে আইইডিসিআর প্রতিনিধি দল
চুয়াডাঙ্গায় একজন আইসোলশনে ১০৪ জন কোয়ারেন্টিনে
স্টাফ রিপোর্টার: সারা বিশ্বে মহামারী ঘোষিত নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী এ ব্যক্তির মৃত্যু হয়। তিনি বিদেশ থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। করোনা সংক্রমণ ছাড়াও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। এদিকে দেশে নতুন করে আরও চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১৪ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এছাড়া করোনা ভাইরাসের তীব্র লক্ষণ রয়েছে- এমন ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে (সঙ্গ ত্যাগ) আছেন ৪২ জন। আর ৩০ বিচারক ও ৪ চিকিৎসকসহ সারা দেশে ‘হোম কোয়ারেন্টিনে’ আছেন ৬ হাজার ৩৪৯ জন।
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সন্দেহে বিদেশ ফেরত একজন আইসোলেশন ইউনিটে ভর্তিসহ ১০৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া, আলমডাঙ্গা উপজেলার একজন সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। আইইডিসিআর’র প্রতিনিধি দল আজ চুয়াডাঙ্গায় আসছেন। তারা ইতালি ফেরত যুবক করোনায় আক্রান্ত কিনা নিশ্চিত করবে। এছাড়া চুয়াডাঙ্গার চার উপজেলার মধ্যে সদর উপজেলায় ৪২ জন, আলমডাঙ্গা উপজেলায় ১৪ জন, দামুড়হুদা উপজেলায় ১৬ জন এবং জীবননগর উপজেলায় ৩৩ জন হোম কোয়ারেন্টিনে আছেন। সম্প্রতি মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের এক ব্যক্তি গত ১৩ মার্চ কুয়েত এবং বন্দর গ্রামের সৌদিপ্রবাসী ১২ তারিখে দেশে ফিরেছেন। এদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। করোনা ভাইরাসে করণীয় বিষয়ক জনসচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের পরপর তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। দামুড়হুদায় লিফলেট বিতরণ ও মাইকে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
এদিকে গতকাল পর্যন্ত বিশ্বের অর্ধশতাধিক দেশে কভিড-১৯ রোগে মারা গেছে প্রায় নয় হাজার মানুষ। এর মধ্যে চীনে তিন হাজার ২৩৭, ইতালিতে দুই হাজার ৯৭৮, ইরানে এক হাজার ১৩৫, স্পেনে ৪৯১, ফ্রান্সে ১৭৫, যুক্তরাষ্ট্রে ১১৬, দক্ষিণ কোরিয়ায় ৮৪, যুক্তরাজ্যে ১০৪, নেদারল্যান্ডসে ৪৩, জাপানে ২৯, সুইজারল্যান্ডে ২৭, জার্মানিতে ২৬, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ১৯ জন করে, ইরাকে ১১ জন, বেলজিয়ামে ১০, সুইডেনে ৮, কানাডায় ৬, অস্ট্রেলিয়া, গ্রিস ও মিসরে ছয়জন করে, আলজেরিয়া ও পোল্যান্ডে পাঁচজন করে; অস্ট্রিয়া, হংকং ও নরওয়ে চারজন করে, ভারত ও লেবানন তিনজন করে; আর্জেন্টিনা, আলবেনিয়া, বুলগেরিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, ইকুয়েডর, মালয়েশিয়া, মরক্কো, ইউক্রেন ও ব্রাজিলে দু’জন করে; পাকিস্তান, গুয়াতেমালা, গায়ানা, হাঙ্গেরি, আইসল্যান্ড, মালদোভা, পানাম, পর্তুগাল, স্লোভেনিয়া, সুদান, তাইওয়ান, থাইল্যান্ড ও তুরস্কে একজন মারা গেছে। এছাড়া প্রায় ১৭০টির মতো দেশ ও অঞ্চলে দুই লাখ ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে করণীয় বিষয়ক জনসচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের পরপর তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তিনি দর্শনা পুরাতন বাজার এলাকার ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। সে সাথে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয় বিষয়ক লিফলেট পড়তে বলেন সকলকে। এমপি টগরের সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আতিয়ার রহমান হাবু, নজির আহমেদ, আব্দুস সালাম দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সোলায়মান কবির প্রমুখ।
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সন্দেহে বিদেশ ফেরত একজন আইসোলেশন ইউনিটে ভর্তিসহ ১০৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত জেলা পর্যায়ের কমিটির করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম সরকার জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় বিদেশ ফেরত ২২ জন নতুনসহ মোট ১০৪ হোম কোয়ারেন্টিনে আছেন। এছাড়া, আলমডাঙ্গা উপজেলার একজন সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। চার উপজেলার মধ্যে সদর উপজেলায় ৪২ জন, আলমডাঙ্গা উপজেলায় ১৪ জন, দামুড়হুদা উপজেলায় ১৬ জন এবং জীবননগর উপজেলায় ৩৩ জন হোম কোয়ারেন্টিনে আছেন। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক, পৌর মেয়র ওবায়দুর রহমান, আরএমও ডা. শামীম কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা খাইরুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা (সদর) ডা. এএইচএম শামিম কবিরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, যারা বিদেশ থেকে আসছে তাদের কেউ যেন বাইরে ঘুরতে না পারে। অবাধে চলাফেরা করতে পারবে না। তাদেরকে বাধ্যতামূলক ১৪দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। কথাবার্তা শুনতে না চাইলে জরিমানা অথবা জেল দিতে হবে। কোন ছাড় দেয়া হবে না। সতর্কতা সবচেয়ে জরুরি। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে জনগণকে সচেতন করে তুলতে হবে।
গতকাল ১৮ মার্চ পর্যন্ত বিদেশ থেকে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে ফিরেছেন ২৭ জন। তবে তারা কোথায় অবস্থান করছেন, সবাই কতোটা সতর্কতা মানছেন তা নিয়ে নিশ্চিত নন কেউই। ২৭ জনের মধ্যে শুধুমাত্র ১০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখার তথ্য রয়েছে স্বাস্থ্য বিভাগের নিকট। একজন শুধু চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি ইতালি ফেরত। গত ৯ মার্চ তিনি বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পর তিনি সর্দি, কাশি, গলা ব্যাথা ও জ্বরে আক্রান্ত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল ১৮ মার্চ পর্যন্ত বিদেশ থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ফিরেছেন ২৭ জন। এরা ইতালি, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। আলমডাঙ্গা উপজেলার ১০ জন ছাড়াও জেলার দামুঢ়হুদা উপজেলায় ১ জন হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে।
জীবননগরে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও স্বাস্থ্যকর্মীদের করণীয় শীর্ষক আলোচনাসভায় অতিথিরা বলেন, বিদেশ থেকে কেউ বাড়ি ফিরলে তাকে অবশ্যই ১৪ দিন হোম কেয়ারেন্টিনে থাকবে হবে। না চাইলেও তাকে থাকতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে মোবাইল কোর্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আলোচনাসভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন করোনা ভাইরাস প্রতিরোধে উপস্থিত সকলের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সাংবাদিক মিঠুন মাহমুদ, ইপিআই সুপারভাইজার জুলফিককার আলী, স্বাস্থ্য সুপারভাইজার মুন্সি আব্দুস সবুর বক্তব্য রাখেন। এদিকে উপজেলার ২৪ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নতুন করে এ তালিকায় গতকাল আরও ৯ জন যোগ হয়েছে। তবে তাদের শরীরে এখন পর্যন্ত কোনো ভাইরাস পাওয়া যায়নি। তাদেরকে কঠোর আইসোলেসনের মধ্যে রাখা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
সম্প্রতি মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের এক ব্যক্তি গত ১৩ মার্চ কুয়েত এবং অপরদিকে বন্দর গ্রামের সৌদিপ্রবাসী ১২ তারিখে দেশে ফিরেছেন। এদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম এবং সদর থানার ওসি শাহ দারা খান বন্দর এবং গোভীপুর গ্রামে সৌদিআরব ও কুয়েত হতে আগত ব্যক্তির নিশ্চিতকরণ এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে বন্দর ও গোভীপুর গ্রামে বিদেশ থেকে আসা দুই প্রবাসী ও গ্রামের লোকজনদের কোয়ারেন্টিন ও বিধি নিষেধ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ডা. অলক কুমার দাস উপস্থিত ছিলেন।
তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠানের পর উপস্থিত সকল সদস্যের হাতে মাস্ক তুলে দেয়া হয়।