আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গা সোহাগ মোড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আইনে ২ দোকানে ও ১ ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১০ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ সজল আহমেদ এলাকা পরিদর্শনে এসে দুটি মুদি দোকান ও একটি ফার্মেসি মালিককে জরিমানা করেছেন। আসমানখালী সোহাগ মোড়ে আবুজার স্টোরের স্বত্বাধিকারী আবুজার হোসেনকে ২৫শ’ টাকা, একই মোড়ের জেনারেল স্টোরের স্বত্বাধিকারী জিনারুল ইসলামকে ৪ হাজার টাকা এবং আশা ফার্মেসির স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম আশাকে ১ হাজার টাকা। তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিনি বলেন, মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল ও পণ্যের তালিকা টানানো নেই এবং ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি।