মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর বলেছেন, বর্তমান সমেয় যারা টি-টোয়েন্টি খেলে না তাদের আপনি অগ্রাহ্য করতে পারেন না। এখনকার সময় আপনাকে প্রয়োজনে তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি) খেলতে হবে। শুধু এক ফরম্যাটে খেললে আপনি সম্মান পাবেন না। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ৫৭টি সেঞ্চুরির সাহায্যে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ১৯ হাজার ৪১০ রান সংগ্রহ করা ওয়াসিম জাফর আরও বলেছেন, এখন সময় বদলেছে। এখন টি-টোয়েন্টি ক্রিকেটকে বেশি মূল্য দেয়া হয়। যারা মার্কেটিংয়ে রয়েছেন তারা ভাবেন যে খেলোয়াড়কে টিভিতে বেশি দেখা যায়, সেই হয়তো গুরুত্বপূর্ণ। কিন্তু আগে প্রকাশের চেয়ে পারফরম্যান্সকে বেশি মূল্যায়ন করা হতো। ভারতীয় ব্যাটিং লাইন আপে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ ছিলেন মূল স্তম্ভ। কিন্তু তারা প্রাপ্য সম্মান টুকু পাননি। এমনটি জানিয়ে ভারতের হয়ে ৩১টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচ খেলা ওয়াসিম জাফর বলেন, আমার সময় অনেক খেলোয়াড় তাদের প্রাপ্য সম্মান পায়নি। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণও তাদের প্রাপ্য মর্যাদা পাননি। তারা দলের মূল টেস্ট খেলোয়াড় ছিলো। দলের জন্য তারা ছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।