মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা উন্নযন সমন্বয়, ইনোভেশন কমিটির ও পরিবার পরিকল্পনা বিভাগের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন, হাসপাতালের সুপার তাহাজেল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি প্রমুখ।