স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে চুয়াডাঙ্গা পৌরসভা। কর্মসূচি সফল করতে পৌর নাগরিক ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। কর্মসূচির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ষ্ট্রিট লাইট পোস্টসমূহ চেইন লাইটিং এর মাধ্যমে সৌন্দর্য্য বর্ধন করা। শহরের প্রধান সড়কের মাঝে পৌরসভার বাউন্ডারি দেওয়াল এবং কেন্দ্রীয় ঈদগাহ দেওয়ালে এসএস পাইপ দ্বারা খেজুরের পাতা তৈরি করে চেইন লাইটের মাধ্যমে লাইটিং করা। বড়বাজার শহীদ হাসান চত্বরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক কার্যক্রম প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা। পৌরসভার চারটি প্রাবশদ্বারসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ছবিসহ ডিজিটাল ব্যানার স্থাপন করা। ১৭ মার্চ হতে পৌরসভা অফিস চত্বরসহ বড়বাজার শহীদ হাসান চত্বরে মুজিববর্ষের থিম সং প্রচারের ব্যবস্থা করা। ২০০০ মিটার চেইন লাইট নির্ধারিত স্থানে সৌন্দর্য্য বর্ধন করা। ডিজিটাল ব্যানার-ফেস্টুন দ্বারা শহরের সৌন্দর্য্য বর্ধন করা। ১৬ মার্চ হতে পৌরভবনে আলোকসজ্জাকরণ করা। পৌরসভা অফিস ভবনের প্রবেশ দ্বারে বা প্রধান ফটকের দু’পার্শ্বে বঙ্গবন্ধুর ডিজিটাল ছবি স্থাপন করা। শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে বিশেষ গুরুত্ব দেয়া।